কবিতাঃ জোট


~উমর ফারুক

ভোটের লাগি নেতারা এবার
করতে এলো জোট
লাল গেরুয়া সাদারা সবাই
ক’দিন পরে ভোট!

আকাশ খানি বিজলি মাখা
ভুয়া খবর পেয়ে
প্রতিশ্রুতির কাজটা সবার
নাকচ করে নেয়ে।

জোট করে সে ধরবে এবার
উন্নতির হাল খানি
বেকারত্বের হার ছিল না
আজ কি সেটা মানি?

কেমন হবে জোটের নেতা
কত যে হবে রান
কল্লোলের আবছায়ার নিচে
মুখ গুজে গায় গান।

গর্জ এবার বজ্রসম
কাঁপছে আকাশ মাঠ
কোন্ ঠাসার কারিগরি তারা
নামাচ্ছে বিশাল ধ্বস।

রুখে দাড়াও বিজ্ঞরা সব
ভাঙতে এবার জোট
শাষন নামে ত্রাসন করে
বারি ভরা আছে ঘট ।

কান্ডারীর ঘুম ভাঙতে দেরি
ডুবছে মানুষ জন
ভোটের শেষে উন্নয়নই
রক্ষিবে প্রান পণ।

Back To Top