এক জাতি মোরা বিশ্ববাসী

~গোলাম মহাম্মদ

এক জাতি মোরা বিশ্ববাসী
কেউবা শ্রমিক, কেউবা চাষী,
কিসের ভেদ হে নারী পুরুষ ?
আমরা তো সকলেই মানুষ !
বসুন্ধরায় রহিছি যে মোরা
এক এ বিশ্ব বোঝেনাতো ওরা!
দেশ মহাদেশে ভাগ হয়ে সব
কেউবা উগ্র কেউবা নিরব !

বোঝেনাতো কেউ একতার সুখ!
কেউবা মিত্র কেউবা বিমুখ ৷
ধর্মে কর্মে হয়ে বিভাজন
ধরণীর বুকে আনে আলোড়ন !
পরস্পরের প্রাণের দানব
ওহে ও অতি তুচ্ছ মানব!
সময় থাকতে হাতটা বাড়া
বর্ষিত হোক শান্তি ধারা ৷
পথ যে ভিন্ন লক্ষ এক
পথ না দেখে পথিক দেখ্ ৷

নিকটে তাঁহার সকলই সমান
সম সে দ্রষ্টা মহামহিয়ান,
হও একজাতি করে আহ্বান
সারা জাহানে তাঁরই গুনগান
তাই জাতিভেদতা কে করিয়া ভেদ ,
কর বিবাদকারীর মুন্ডচ্ছেদ ৷

Back To Top