আলিয়া বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা

~সম্পাদকীয়~

মহামেদান ল’ কলেজ।  তারপর কলকাতা মাদ্রাসা কলেজ। সেখান থেকে ২০০৭-২০০৮ সালে আলিয়া বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে একটার একটা ঘটনায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি কার্যত অচলাবস্থায় এসে ঠেকেছে। কেন? কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ভবন হল মধ্য কলকাতার হাজী মহম্মদ মহসীন স্কোয়ারে। এখানে পড়ানো হয় ইসলামিক স্টাডি, ফিকা, হাদীস সহ ইসলামিক তত্ব। পার্ক সার্কাস ক্যাম্পাসে পড়ানো হয় আর্টস ফ্যাকাল্টি। অন্যদিকে বৃহত্তম পঠন-পাঠনের ক্যাম্পাস রাজার হাট নিউটাউন। ছাত্র-ছাত্রীদের কাজ থেকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সম্পর্কে জানতে চাইলে তাদের বক্তব্য, এই বিশ্ববিদ্যালয়ের মূলগত দিকগুলি একে একে তুলে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু মর্যাদা বিলুপ্ত। ৩৭ ধরনের দক্ষতা বৃদ্ধিকারী বৃত্তিমূলক ট্রেনিং হয় না। শাসক দলের নেতাদের দাপাদাপি। এনিয়ে ছাত্রছাত্রীদের এখন লড়ায়ের পথে। সমস্যার কোন পথ খোলা রাখা হচ্ছে না। কলকাতা মাদ্রাসা কলেজ যেখানে এশিয়ার প্রথম সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, তারই উত্তরসূরী আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজ গভীর সঙ্কটে যা ভাববার বিষয়।   

Back To Top