অতিক্রান্ত দূরত্ব

~মোশাররফ আহমেদ ঠাকুর

শত মাইলের ওপারে থাকো তুমি
কখনো সহস্র মাইলের ওপারে তোমার বসবাস
তুমি যখন কথা বলো, মনে হয়
বাড়ির পাশে আরশীনগরে পড়ছে তোমার নিশ্বাস।

তুমি কথা বললেই আসে
নদীর স্রোতের মতো কবিতার ছন্দ
তোমার কথার ফাঁকে বহে
বসন্ত বাতাস মৃদু মন্দ।

তোমার কথায় অসীম শক্তি
অতিক্রান্ত সমুদ্র হিমাচল
তোমার কথা বন্ধ হলে
থেমে যায় সভ্যতার কোলাহল।

তোমার গল্প কথায়
শব্দের গতি আলোর গতি ম্রিয়মাণ
কবির কল্পনার স্রোতে
ঘোচে যায় দূরত্বের সকল ব্যবধান।

Back To Top